ভারতে আটকা পড়াদের ফেরাতে সময় লাগবে: হাইকমিশন

আরটিভি প্রকাশিত: ০১ এপ্রিল ২০২০, ১০:১৪

করোনাভাইরাস প্রাদুর্ভাবে ভারত সরকার ঘোষিত লকডাউনের কারণে যেসব বাংলাদেশি দেশটির বিভিন্ন অঞ্চলে আটকা পড়েছেন তাদের ফেরাতে সময় লাগবে বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন মঙ্গলবার (৩১ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশিদের নিজ ব্যয়ে নিরাপদে ও সাশ্রয়ীভাবে দেশে ফেরার সম্ভাব্যতা বাংলাদেশ সরকার গুরুত্ব সহকারে যাচাই করছে, যা প্রক্রিয়াগত কারণে কিছুটা সময়সাপেক্ষ হতে পারে। এছাড়া সেখানে টাকা পাঠানো যাবে বলেও জানানো হয়। ভারতে অবস্থানকালে বাংলাদেশিদের সেই দেশের নিয়মকানুন মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভারত সরকার গত ২৫ মার্চ থেকে ২১ দিনের জন্য আগামী ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছে, যা ভারতীয় ও বিদেশি নাগরিক নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য। তাই ভারতে অবস্থানরত সব বাংলাদেশিকে নিজ নিজ এলাকার স্থানীয় কর্তৃপক্ষ, তথা ভারত সরকারের নিয়মাবলি যথাযথভাবে পালন করে অবস্থানের জন্য অনুরোধ করা হয়েছে। তাদের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও