![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/05/11/adc14f9b4acdee14abdcc83dd577730a-5cd70618180ee.jpg?jadewits_media_id=1438618)
চীনের ২ কোটি মুঠোফোন গ্রাহক ‘হাওয়া’
চীনে গত দুই মাসে তিনটি মোবাইল ফোন অপারেটরের প্রায় দুই কোটি ১৪ লাখ গ্রাহক কমে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ব্লমবার্গ।মুঠোফোন অপারেটরগুলোর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে চায়না মোবাইল লিমিটেড ৮০ লাখ গ্রাহক হারিয়েছে, চীনা ইউনিকম হংকং লিমিটেড হারিয়েছে ৭৮ লাখ এবং চীনা টেলিকম করপোরেশন হারিয়ে ৫৬ লাখ গ্রাহক। তিন মুঠোফোন অপারেটর সব মিলিয়ে ২ কোটি ১৪ লাখ গ্রাহক হারিয়েছে। চীনে মুঠোফোন ব্যবহারকারীদের সংখ্যার প্রবৃদ্ধির হার গত বছরেও ঊর্ধ্বমুখী ছিল। চলতি বছরের জানুয়ারি থেকে গ্রাহক কমতে শুরু করে। যুক্তরাষ্ট্রের শেয়ার লেনদেনের ব্রোকারেজ হাউস ‘সানফোর্ড সি বার্নস্টেইন অ্যান্ড কোম্পানি’র বিশ্লেষক ক্রিস লেন ব্লুমবার্গকে বলছেন, মুঠোফোন কোম্পানিগুলোর গ্রাহক কমে যাওয়ার কারণ হতে পারে চীনের স্থানীয় ও বিদেশী কর্মজীবী মানুষের ব্যাপাকারে ভ্রমণ।