বিশ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেবে গণফোরামের একাংশ
করোনাভাইরাসের বিপদগ্রস্ত অসহায় ও দুস্থ বিশ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গণফোরামের একাংশ। মঙ্গলবার (১ এপ্রিল) থেকে তাদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে সারাদেশে।সদ্য ভেঙে দেওয়া গণফোরামের কেন্ত্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম বলেন, গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা এবং অসহায় ও দুস্থদের সহায়তা টিমের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। করোনায় আতঙ্কিত নয় সতর্ক ও সচেতন থাকুক এই লক্ষ্যে আমরা মঙ্গলবার থেকে বিশ হাজার পরিবারের মধ্যে ক্রমান্বয়ে ত্রাণ সহায়তা বিতরণ শুরু করার সিদ্ধান্ত হয়। তিনি আরও বলেন, ‘নিরাপদ থাকবো দেশবাসীকে নিরাপদ রাখবো’ এই স্লোগান সামনে রেখে কাজ শুরু করেছে গণফোরাম।সভায় অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ত্রাণ ও সহায়তা কমিটির সদস্য খান সিদ্দীকুর রহমান, হেলাল উদ্দীন, নাসির হোসেন, রওশন ইয়াজদানী প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.