‘রোগী শূন্যতা’য় ঢামেকের ওয়ার্ড যেন ভূতুড়ে গলি!
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নতুন রোগী ভর্তি নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনেরা। তবে কর্তৃপক্ষ বলছে, করোনা প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার আতঙ্কে রোগী ভর্তি হচ্ছে না। আর যারা ছিলেন তারাও চলে গেছেন। রোগী কম থাকায় হাসপাতালের পরিবেশ এখন অনেকটা ভুতুড়ে। স্বাভাবিকের অন্যান্য সময় যেখানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগী-স্বজনে পরিপূর্ণ থাকতো এখন সেখানে বিরাজ করছে নির্জন পরিবেশ। মনে হয় যেন ভূতুড়ে গলি! মঙ্গলবার (৩১ মার্চ) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে এমন চিত্রই দেখা গেছে। রোগীর স্বজনসহ বিভিন্ন সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর জন্য হাসপাতালের অনেক রোগীকে বাধ্যতামূলক ছাড়পত্র দেওয়া হয়েছে। নতুন করে অন্যান্য রোগে আক্রান্ত কোনো রোগীকেও ভর্তি নেওয়া হচ্ছে না। ফলে সারি সারি বিছানা খালি পড়ে রয়েছে। তবে অতি জরুরি রোগী দুই-একজনও রয়েছেন। গত ৩০ বছরেও হাসপাতালে এমন রোগী শূন্যতা দেখেননি বলে জানিয়েছেন অনেক সিনিয়র কর্মকর্তা-কর্মচারী। সাধারণত ঢামেক হাসপাতালে দেশের বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন।