জলবসন্ত রোগে আক্রান্ত হয়ে শ্রীমঙ্গলে একজনের মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জলবসন্ত রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। প্রথমে স্থানীয়রা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারনা করলেও ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ পরীক্ষা নিরীক্ষা করে জলবসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।আজ সোমবার (৩০ মার্চ) উপজেলার মাজদিহি চা বাগানে দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম দুলাল বাউড়ি। তার বয়স ৩৫ বছর।মাজদিহী চা বাগানের নিজস্ব হাসপাতালের মেডিকেল এসিস্ট্যান্ট আমিরুল আলম বলেন, মৃত দুলাল বাউড়ি গত শুক্রবার জ্বর নিয়ে আমাদের কাছে হাসপাতালে চিকিৎসা নিয়ে যান। আজ সকালে তার বাসা থেকে খবর আসলে আমি নিজে তার বাড়িতে যাই। তখন তার অনেক জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথা ছিল। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে যোগাযোগ করে তাকে প্রাথমিক চিকিৎসা দেই এবং তাকে হোম কোয়ারেন্টিনে রাখি। দুপুর ১টার দিকে তিনি বাড়িতে মারা যায়।