![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/03/30/102930_bangladesh_pratidin_00.jpg)
করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্পেনের ৩ রেফারি এখন নার্স
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ৩০ মার্চ ২০২০, ১০:২৯
মানুষ বাঁচলে তবেই না ফুটবল। করোনা ঝড় একদিন থেমে যাবে। কিন্তু কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনই কেউ বলতে পারছে না। ইরাগারজে ফার্নান্দেজ তাই ফুটবল ছেড়ে এখন নেমেছেন করোনার বিরুদ্ধে যুদ্ধে। তিনি একা নন। ২৬ বছর বয়সী ইরাগারজের পদাঙ্ক অনুসরণ করেছেন রেফারি জুদিত রোমানো আর এলেনা প্যালেজরাও। তিনজনই এখন