বাতিল হতে পারে পুরো ফুটবল মৌসুম!
                        
                            ইত্তেফাক
                        
                        
                        
                         প্রকাশিত: ৩০ মার্চ ২০২০, ০৫:৫৩
                        
                    
                বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে ইউরোপজোড়া সব ধরনের ফুটবল স্থগিত প্রায় তিন সপ্তাহ ধরে। অচলাবস্থা কাটিয়ে কবে আবার মাঠে ফিরবেন ফুটবলাররা সেটাও ধোঁয়াশায়। এমন অবস্থা চলতে থাকলে মৌসুম বাতিলও করতে হতে পারে উয়েফাকে, আশঙ্কা ইউরোপের ফুটবলের নীতিনির্ধারক সংস্থাটির প্রধান আলেক্সান্দার সেফেরিনের।