You have reached your daily news limit

Please log in to continue


কর্মহীন শ্রমিকদের খাদ্যসামগ্রী দিল বিআইডব্লিউটিএ

করোনাভাইরাসের প্রভাবে সদরঘাট নৌবন্দরে কর্মহীন হয়ে পড়া কর্মীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রবিবার সদরঘাটে বিআইডব্লিউটিএ’র ঢাকা নদীবন্দরের উদ্যোগে সংস্থাটির কার্যালয়ে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সংস্থাটির যুগ্ম পরিচালক (ঢাকা নদীবন্দর) এ কে আরিফ উদ্দিন ঢাকা টাইমসকে জানান, করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া বুড়িগঙ্গা ও সদরঘাটের দরিদ্র মাঝি, কুলি-শ্রমিক-দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার প্রথম ধাপে দুই শতাধিক দরিদ্র মাঝি, কুলি-শ্রমিক-দিনমজুরকে পাঁচ কেজি করে চাল, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক লিটার তেল, একটি সাবান ও একটি করে মাস্ক বিতরণ করা হয়েছে। আরিফ উদ্দিন জানান, ঢাকা নদীবন্দর এলাকার দরিদ্র মাঝি, কুলি, শ্রমিকদের মাঝে যারা প্রথমবারে বাদ পড়েছেন তাদের মধ্যেও এই খাদ্যসামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে। এর আগে দেশে করোনাভাইরাসের প্রভাব দেখা দিলে সারাদেশে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। বন্ধ করে দেয়া হয়ে বাস, ট্রেন, লঞ্চ সহ সকল গণপরিবহন। ২৬ মার্চ বেলা ১২টা থেকে সদরঘাটে লঞ্চ চলাচল বন্ধ হলে কর্মহীন হয়ে পড়েন এখানকার কুলি, মাঝি ও শ্রমিকরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন