করোনাভাইরাসের আন্তর্জাতিক রাজনীতি
আন্তর্জাতিক সম্পর্ক দুটি ডাইমেনশনে নিরাপত্তা প্রত্যয়টিকে বিশ্লেষণ করে- গতানুগতিক ও অগতানুগতিক নিরাপত্তা। গতানুগতিক নিরাপত্তা সামরিক শক্তির সঙ্গে সম্পর্কযুক্ত। যুদ্ধ ও আক্রমণের মতো বাহ্যিক হুমকি থেকে সামরিক শক্তির মাধ্যমে এর সুরক্ষার সঙ্গে সম্পর্কিত। এর মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে রাষ্ট্র। আর অগতানুগতিক নিরাপত্তা বলতে মানবিক নিরাপত্তাকে বোঝায় যার সঙ্গে সংযুক্ত মানবিক সুরক্ষা।বর্তমান প্রেক্ষাপটে অগতানুগতিক নিরাপত্তার অনুষঙ্গ হিসেবে করোনা ভাইরাসের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্ক কীভাবে কাজ করছে বা করোনাভাইরাসের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্পর্কের চ্যালেঞ্জগুলোর ওপর এ নিবন্ধে আলোকপাত করার চেষ্টা করবো।বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্পর্ক এক মারাত্মক সংকটকাল অতিক্রম করছে। আন্তর্জাতিক সম্প্রদায় কীভাবে আন্তর্জাতিক সম্পর্ক টিকিয়ে রাখবে এ নিয়ে হিমশিম খাচ্ছে। যার মূলে রয়েছে মানবিক নিরাপত্তার বিষয়টি।আজ মানবিক নিরাপত্তা অত্যন্ত হুমকির মুখে। আন্তর্জাতিক সম্পর্ক প্রায় শূন্য! রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের, সংগঠনের সঙ্গে সংগঠনের এবং ব্যক্তির সঙ্গে ব্যক্তির বাহ্যিক কোনো সম্পর্ক নেই বললেই চলে। যার মূলে রয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। পৃথিবীর সকল স্বাধীন দেশে করোনাভাইরাসের সরব উপস্থিতি। কি উন্নত কি অনুন্নত কোনো দেশই করোনাভাইরাস থেকে মুক্ত নয়। করোনাভাইরাসের ভয়াবহতা বিশ্বযুদ্ধগুলো থেকেও বেশি বলে প্রতীয়মান হয়। পৃথিবী যেখানে ছিল পারস্পারিক সম্পর্কের নাম, সেই জায়গা থেকে আজকে পৃথিবীর ভেতরে নতুন এক আইসোলেশন তৈরি হয়েছে। আর এই বিচ্ছিন্নতা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের, সমাজের সঙ্গে সমাজের, ব্যক্তির সঙ্গে ব্যক্তির।