কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফাঁকা ঢাকাও ছেড়ে যাচ্ছে মানুষ

সমকাল প্রকাশিত: ২৯ মার্চ ২০২০, ০৮:২৬

সরকারের সাধারণ ছুটি ঘোষণার পর রাজধানী ঢাকা ছেড়ে গেছেন এক কোটির বেশি মানুষ। নগরীর রাস্তাঘাট প্রায় জনশূন্য। তবে ফাঁকা হলেও এখনও ঢাকা ছাড়ছে মানুষ। গাবতলীসহ যেসব এলাকা থেকে পণ্যবাহী যান চলাচল করছে, সেখানে এখনও রয়েছে মানুষের ভিড়। তাদের প্রায় সবাই ঢাকা ছাড়ার যাত্রী। ব্যাটারিচালিত রিকশায় করে ঢাকা থেকে পাশের জেলায়  যাচ্ছেন তারা।করোনাভাইরাস ছড়িয়ে পড়া রুখতে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বন্ধ রাখা হয়েছে সব গণপরিবহন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ট্রেন ও লঞ্চ। ছুটি শুরুর আগে কোটি মানুষ ঈদের সময়ের মতো ভিড় করে ঢাকা ছেড়েছেন। মোবাইল ফোন অপারেটরদের হিসাবে এক কোটি ১০ লাখ গ্রাহক ঢাকা ছেড়ে গেছেন।গতকাল সরেজমিন দেখা গেছে, এখন যারা ঢাকা ছাড়ছেন তাদের অধিকাংশই গার্মেন্টের কর্মকর্তা-কর্মচারী। গার্মেন্টে ছুটি ঘোষণা করা হয় গত ২৬ মার্চ রাতে। তবে এরই মধ্যে পরিবহন বন্ধ হওয়ায় অনেকে আটকা পড়েন। গতকাল দুই গার্মেন্ট কর্মকর্তা ঢাকা থেকে ময়মনসিংহ যান ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও লেগুনায় করে।এ দু'জন জানান, তারা ঢাকায় মেসে থাকেন। করোনার কারণে দেওয়া ছুটিতে সব দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় খাবার সংকটে পড়েছেন। গতকাল তারা একটি গাড়িতে করে গাজীপুরের মাওনা পর্যন্ত যান। সেখান থেকে ব্যাটারিচালিত রিকশায় যান জৈনা বাজার পর্যন্ত। সেখান থেকে কিছুটা হেঁটে রিকশায় যান সিডস্টোর পর্যন্ত। এরপর লেগুনায় যান ভালুকায়। সেখান থেকে ইজিবাইকে ত্রিশাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও