![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/03/online/facebook-thumbnails/india-samakal-5e7f6a002019f.jpg)
করোনা মোকাবিলায় ভারত এগোচ্ছে কোন পথে?
সমকাল
প্রকাশিত: ২৮ মার্চ ২০২০, ২১:২৬
কোথায় গিয়ে খামবে নভেল করোনভাইরাস; অনুমান করতে পারছেন না কেউ। প্রতি মুহূর্তেই বাড়ছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা; বাড়ছে সংক্রমণও। সচেতনতা হয়তো নতুন করে আক্রান্তের ঝুঁকি কিছুটা কমিয়ে আনতে পারে; তবে যাদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ এরই ছড়িয়েছে, তারা? এসব কিছুর হিসেব কষার পরই এখন সিদ্ধান্ত নিতে হচ্ছে আক্রান্ত দেশগুলোকে।করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর ২১ দিনের জন্য লকডাউন করা হয়েছে ভারতেক। ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে জনসাধারণকে। তবে এর বাইরে স্বাস্থ্যখাতে কিছু পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। করোনা মোকাবিলায় ঠিক কোন পথে এগোচ্ছে ভারত; তারই একটি ছক দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে