You have reached your daily news limit

Please log in to continue


করোনাভাইরাস বিপদে নার্সের দায়িত্বে ফিরলেন এই অভিনেত্রী!

নার্সের ট্রেনিং নেওয়ার পর সমাজের কাজে আসার যে শপথ নিয়েছিলেন সে কথাই অক্ষরে অক্ষরে পালন করতে দিনরাত পরিশ্রম করছেন ভারতের মুম্বাইয়ের তরুণী অভিনেত্রী তথা নার্স শিখা মালহোত্র। অভিনয়ে সাময়িক বিরতি দিয়ে নার্সিংয়ে ফিরেছেন এই সাহসিকা। মহারাষ্ট্রে করোনাভাইরাস যখন চোখ রাঙাচ্ছে তখনই চিকিৎসকদের সাহায্যে করতে এগিয়ে এলেন ‘কাঞ্চল’ ছবি খ্যাত এই অভিনেত্রী। ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে নিজেই এ খবর জানিয়েছেন শিখা। আপাতত মুম্বাইয়ের এক হাসপাতালে করোনা আক্রান্তদের দেখভাল করতেই ব্যস্ত অভিনেত্রী। বলিউডের এক ফোটোগ্রাফার ইনস্টাগ্রামে শিখার ছবি শেয়ার করে খবরটি প্রকাশ্যে এনেছেন। ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়ার আগে নার্সিং শিখেছিলেন শিখা। মহারাষ্ট্রের করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে তিনি ফিরে গেছেন সেই কাজেই। যোগেশ্বরী পূর্বের বালাসাহেব ঠাকরে ট্রমা হাসপাতালের আইসোলেশন বিভাগে জরুরি পরিষেবায় রয়েছেন তিনি। মিরপুরের টোলারবাগে চলাচল সীমিতকরণের ঘোষণা এমপি আসলামুলের করোনাভাইরাস নিয়ে মজা করায় নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন টটেনহ্যাম তারকা ডেলে আলি সুস্থ হয়েই টুইটে ছবি দিলেন শাবানা আজমি দিল্লির সফদরগঞ্জ হাসপাতালের বর্ধমান মহাবীর মেডিক্যাল কলেজ থেকে ২০১৪ সালে নার্সিংয়ে পড়া শেষ করেন শিখা। পরে অভিনয়জগতে ঢুকে পড়ায় নার্সিংয়ের কাজ আর করা হয়ে ওঠেনি তার। কিন্তু করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে থাকায় একজন করোনা-যোদ্ধা হয়েই শিখা আবার এ পেশায় ফিরে এলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন