করোনা রোগীদের চিকিৎসায় নিজের বাড়ি দান করতে চান অভিনেতা
দিন দিন বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। হঠাৎ করে আমেরিকায় করোনায় আক্রান্ত বাড়ছে আশংকাজনকভাবে। ভারতেও বাড়ছে রোজ রোজ। এখন পর্যন্ত ৭২৪ জনে ঠেকেছে করোনার রোগী। এমন সময়ে সারা ভারতে করোনা ভাইরাসা আতঙ্কে ভুগছে সবাই। ২১ দিনের লকডাউনে দেশটিতে সকলেই গৃহবন্দী। করোনা ভাইরাসকে আটকাতে হলে মানুষকে গৃহবন্দী ছাড়া কোনো উপায়ও নেই। ভারতে যদি ভাইরাসের সংক্রমণ বাড়ে তবে সব থেকে আগে সমস্যায় পড়তে হবে হাসপাতাল নিয়ে। সারা ভারতের হাসপাতাল মিলিয়েও এত বেড হবে না যেখানে আক্রান্তদের চিকিৎসা করানো যেতে পারে। সেই ভাবনায় অভিনেতা কমল হাসান একটি বড় ঘোষণা দিলেন। কমল ট্যুইট করে সরকারকে বলেন তার বাড়িটিকে তিনি করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য দিতে চান। দরকার হলে তার বাড়িটিকে হাসপাতালে পরিণত করে আক্রান্তদের চিকিৎসা করতে পারবে সরকার। কমল হাসানের এভাবে এগিয়ে আসায় প্রশংসা করেছেন সবাই। তবে আপাতত করোনা আটকাতে সকলকে গৃহবন্দী থাকতেই হবে।