নাটোরে পৌর মার্কেট ও নিজ বাড়ির ভাড়া মওকুফ মেয়রের

বার্তা২৪ প্রকাশিত: ২৮ মার্চ ২০২০, ১৭:৪৭

নাটোরের সিংড়ায় বাসস্ট্যান্ড এলাকায় নির্মিত সিংড়া পৌরসভা মার্কেটের ১২ দোকানের মার্চ মাসের ভাড়া মওকুফ করেছেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। পাশাপাশি সিংড়া থানা মোড়ে অবস্থিত পৌরসভার আরও ৪টি দোকানের ভাড়াসহ নিজ বাড়ির চার ভাড়াটিয়ার ভাড়াও মওকুফের ঘোষণা দেন তিনি।শনিবার (২৮ মার্চ) বিকেলে বার্তা২৪.কমকে ভাড়া মওকুফের বিষয়টি নিশ্চিত করেন তিনি।মেয়র জান্নাতুল ফেরদৌস জানান, করোনা আতঙ্কে মার্চের মাঝামাঝি থেকেই ব্যবসা-বাণিজ্য, কেনা-বেচা কমে গেছে সিংড়া পৌরসভার আওতাধীন মার্কেটের দোকানগুলোর। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশনায় করোনায় সাধারণ ব্যবসায়ীদের কষ্টসহ লোকসান কিছুটা লাঘবের জন্য ভাড়া মওকুফের উদ্যোগ নিয়েছি। এই ভাড়া মওকুফে পৌরসভার আয় কিছুটা কমলেও সাধারণ ব্যবসায়ীরা উপকৃত হবে। এছাড়া ব্যক্তিগত দায় থেকে আমার বাড়িতে বসবাসরত চার ভাড়াটিয়াকেও জানিয়ে দিয়েছি মার্চের বাড়িভাড়া দিতে হবে না। দেশের এই সংকটময় মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে অবস্থাসম্পন্ন মানুষদের এগিয়ে আসা উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও