![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2020/Mar/28/1585389538138.jpg&width=600&height=315&top=271)
খাদ্যসামগ্রী ও সুরক্ষা পোশাক দিলেন কুষ্টিয়ার ডিসি
বার্তা২৪
প্রকাশিত: ২৮ মার্চ ২০২০, ১৫:৫৮
করোনাভাইরাস মোকাবিলায় দিনমজুরদের মাঝে খাদ্য সহায়তা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন।শনিবার (২৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে শতাধিক দিনমজুরকে খাদ্যসামগ্রী দেওয়া হয়।এছাড়া ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ১০০টি পিপিই ও ৫০টি জীবাণু মুক্তকরণ সামগ্রী প্রদান করেন জেলা প্রশাসক। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকারের হাতে এসব তুলে দেওয়া হয়।