You have reached your daily news limit

Please log in to continue


করোনাভাইরাস: মানবজমিনের প্রিন্ট সংস্করণ বন্ধ

করোনা সংকটে সাংবাদিক ও কর্মীদের কথা বিবেচনা করে দেশের একমাত্র ট্যাবলয়েড পত্রিকা মানবজমিনের প্রিন্ট সংস্করণ বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রিন্ট বন্ধ থাকলেও যথানিয়মে পত্রিকাটির অনলাইন সংস্করণ চালু থাকবে। শুক্রবার (২৭ মার্চ) পত্রিকাটির প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর দেওয়া এক ঘোষণায় এ কথা জানানো হয়। এতে বলা হয়, ‘প্রিয় পাঠক, আপনি নিশ্চয়ই জানেন, আমাদের প্রিয় পৃথিবী আজ এক ভয়ংকর বিপদের মুখোমুখি। করোনাভাইরাসের ভয়াল থাবায় দেশে দেশে মৃত্যুর মিছিল। মিনিটে মিনিটে বাড়ছে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা। আমাদের দেশেও আঘাত হেনেছে এ ভয়াল ভাইরাস। চারদিকে উদ্বেগ-আতঙ্ক। চলছে অঘোষিত লকডাউন। এই পরিস্থিতিতেও জীবনবাজি রেখে কাজ করে যাচ্ছেন আমাদের কর্মীরা। এজেন্ট ও হকাররাও রয়েছেন ঝুঁকির মুখে। সংবাদপত্র বিপণন ব্যবস্থায় নেমে এসেছে বিপর্যয়।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন