![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/03/27/455ab6ce27efaeccf306b008b1a25c63-5e7d9a3504b3d.jpg?jadewits_media_id=1520858)
‘আমিই সম্ভবত পাকিস্তানের জনপ্রিয়তম ব্যক্তিত্ব’
প্রথম আলো
প্রকাশিত: ২৭ মার্চ ২০২০, ১২:১৪
সেই যে ইউটিউবে একটা চ্যানেল খুলেছেন শোয়েব আখতার, এর পর থেকে সংবাদমাধ্যমে এমন দিন খুব কমই গেছে যেদিন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শিরোনামে আসেননি। কখনো তাঁর ক্রিকেট বিশ্লেষণ, কখনো বা নিছক কোনো মন্তব্যে নজর কেড়েছেন সবার। সেই শোয়েবের নতুন উক্তিটাও মানুষের নজর কাড়তে বাধ্য। পাকিস্তান সুপার লিগে আরও দুটি দল বাড়ানোর অনুরোধ করে সেটির একটি কেনার ইচ্ছার কথা জানিয়েছেন ৪৪ বছর বয়সী রাওয়ালপিন্ডি...