ঢাকার স্থানীয় ব্যবসায়ী রাসেল শিকদার। বয়স ৬৭ বছর। কথা প্রসঙ্গে তিনি বলছিলেন, ‘১৯৭১ সালের পর বাংলাদেশে বর্তমান সময়ের মতো এত ভীতিকর পরিবেশ কখনো সৃষ্টি হতে দেখিনি। মানুষের চোখে-মুখে আর মন আতঙ্কে ভরা। সেই আতঙ্কে ঢাকার রাস্তা একদম ফাঁকা হয়ে গেছে। জন্মের পর থেকে ঢাকার এই পরিবেশ আমি কখনো দেখিনি।’ আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এনটিভি অনলাইনের সঙ্গে কথা হয় রাসেল শিকদারের। তখন তিনি বলেন, ‘আমাকে বাড়ি থেকে বের হতে দেয় না করোনার কারণে। গত কয়েকদিন ধরে ঘরবন্দি। আর থাকতে পারছিলাম না। তাই হাঁটতে বের হলাম। হাঁটতে এসে মন খারাপ হয়ে গেছে। এমন শহর দেখতে ইচ্ছে করে না। ভূতুড়ে ভূতুড়ে মনে হচ্ছে। কোথাও লো
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.