সরকারগুলো সময় নষ্ট করছে, কড়া বার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। কোনো সরকারেরই এখন আর এই মূল্যবান সময় নষ্ট করা উচিত নয়। কভিড-১৯ মহামারী প্রতিরোধে এরই মধ্যে একটি সুযোগ তারা হারিয়েছেন। এখন আর দেরি নয়। গতকাল বুধবার এ কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস অ্যাধনম গেব্রেইয়েসাস। কম আক্রান্ত দেশগুলোর ‘দুর্বল পদক্ষেপ’ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। ডব্লিউএইচও মহাপরিচালক বলেছেন, প্রথম সুযোগটি আমরা নষ্ট করেছি। পদক্ষেপ নেয়া উচিত ছিল এক বা দুই মাস আগেই।করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন দেশের পদক্ষেপের অসন্তোষ প্রকাশ করে বেশ কড়া ভাষায় কথা বলেছেন তেদ্রোস। যেখানে ভাইরাসজনিত এ ছোঁয়াচে রোগে এরই মধ্যে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.