![](https://media.priyo.com/img/500x/https://www.jugantor.com/assets/news_photos/2020/03/26/image-293063-1585225981.jpg)
করোনা মোকাবেলায় চীন থেকে এল বিপুল মেডিকেল সরঞ্জাম
যুগান্তর
প্রকাশিত: ২৬ মার্চ ২০২০, ১৮:২৬
প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় চীনের কুনমিং থেকে মেডিকেল সরঞ্জাম ঢাকায় এসে পৌঁছেছে। চীন থেকে আসা এই দ্বিতীয় চালানে রয়েছে- ১০ হাজার টেস্ট কিট, ১০ হাজার পিপিই ও ১ হাজার থার্মোমিটার।