কলকাতার বেশ কয়েকটি ইনডোর স্টেডিয়ামকে কোয়ারেন্টিন হোম করার কথা বলেছেন মমতা ব্যানার্জী। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিআই) সৌরভগাঙ্গলি প্রস্তাব দেন ইডেন গার্ডেনসকে কোয়ারেন্টিন হোম করার।গোটা ভারত রয়েছে ২১ দিনের লক-ডাউনে। দেশটিতে এখন পর্যন্ত কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ হয়েছেন প্রায় ছয়শ মানুষ, মারা গেছে ১৩ জন।এমন অবস্থায় দারুণভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসি)।গত ২০১৭ সালে বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফরে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল একমাত্র টেস্ট ম্যাচটি।এই মাঠকেই কোয়ারেন্টিন হোম করা প্রস্তাব দিয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন।এইচসির সচিব বিজয়ানন্দ এক বিবৃতিতে জানিয়েছেন, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক অধিনায়ক আজহার উদ্দিন এই বিষয়ে ব্যবস্থা নিয়েছেন। করোনাভাইরাস মোকাবেলায় যদি কোনোভাবে সাহায্য করতে পারি আমরা তাহলে ভীষণ গর্বিত হবো আমরা।রাজীব গান্ধী স্টেডিয়ামকে কোয়ারেন্টিন হোম করার সব রকমের সুবিধা আছে বলেও জানান এইচসির সচিব বিজয়ানন্দ। এই মাঠে ৪০টি বড় কক্ষ আছে যেখানে অনায়াসে আইসোলেশনে থাকা যাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.