করোনা সংকটের বিষয়টি বিশ্লেষণ না করে কতিপয় ছিদ্রান্বেষী মহল জতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণের সমালোচনা করেছেন বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। করোনা পরিস্থিতির জন্য তার সংবাদ সম্মেলন কেবল রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন রেকর্ড করে। পরে লিখিত বক্তব্য আকারে ইমেইলে গণমাধ্যমকে পাঠানো হয়।সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর উত্তরসূরি হিসেবে বরাবরের মতো দেশের মানুষের প্রতি সহানুভূতিপ্রবণ ও সংবেদনশীল হয়ে প্রধানমন্ত্রী তার ভাষণ প্রদান করেছেন। দেশের জনগণের একজন হয়েই জনগণের পাশে দাঁড়িয়েছেন। আশা করি, দেশের জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই সংকট মোকাবেলা করতে সক্ষম হবো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.