আর সব তারকার মতো বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজও ঘরবন্দি অবস্থায় আছেন। করোনা থেকে বাঁচতে তিনিও বাসায় থাকছেন এবং ভক্তদেরও ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন।
ঘরে থাকলেও বসে নেই জ্যাকুলিন। নিয়মিত শরীরচর্চা করে যাচ্ছেন তিনি। শরীরচর্চার একটি ভিডিওও শেয়ার করেছেন এইঅভিনেত্রী।এই অভিনেত্রী বলেন, আমি বাসায় আছি, আপনারাও থাকুন। নিরাপদে থাকুন। আর নিজেকে পরিচ্ছন্ন রাখুন। আমি বেশিরভাগ সময়ই এখন পার করছি জিম করে। এটা আমি বেশ উপভোগ করি। শরীরচর্চা আমাকে আনন্দ দেয়। আপনারাও প্র্যাকটিস শুরু করে দিতে পারেন। কারণ বাসায় থেকেও তাহলে সময়টা কাজে লাগবে। শরীর-মন দুটোই ভালো থাকবে।গেল ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৭৫৯ জন। মারা গেছেন ২১ হাজার ১৪৮ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৩ হাজার ৮০৮ জন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.