![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2019December/film-ekkator-2003260758.jpg)
স্বাধীনতা দিবসে দেখুন মুক্তিযুদ্ধের চলচ্চিত্র
বাংলাদেশের জন্মলগ্ন থেকে বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধ বিষয়ক নানা চলচ্চিত্র নির্মাণ হয়েছে। সুস্থ ধারার চলচ্চিত্রগুলোর মধ্যে বড় অংশ জুড়ে আছে এই মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রগুলো। এ চলচ্চিত্রগুলোতে যেমন সরাসরি যুদ্ধের ভয়াবহতা উঠে এসেছে। সেই সঙ্গে কিছু চলচ্চিত্রে প্রত্যক্ষভাবে যুদ্ধকে উপস্থাপন না করে পরোক্ষভাবে এর ভয়াবহতাকে উপস্থাপন করা হয়েছে। উপস্থাপন করা হয়েছে যুদ্ধের স্বীকার হওয়া শরণার্থী বা পালিয়ে বেড়ানো মানুষের জীবনাবেগকে। এ ছাড়াও কিছু চলচ্চিত্র নির্মিত হয়েছে যুদ্ধ পূর্বকালীন ও যুদ্ধ পরবর্তী বাংলাদেশের প্রভাব ও রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি ও বাস্তবতা নিয়ে। এর বাইরেও বেশ কিছু চলচ্চিত্রে উঠে এসেছে মুক্তিযুদ্ধের নানা দিক। স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত কিছু চলচ্চিত্রের কথা আলোচনা করা হলো। দেশের বর্তমান পরিস্থিতিতে ঘরে বসে এই চলচ্চিত্রগুলো দেখতে পারেন।