কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খুমেক করোনা ইউনিটে শিক্ষিকাসহ ২ জন ভর্তি

বণিক বার্তা প্রকাশিত: ২৬ মার্চ ২০২০, ১২:০১

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে শিক্ষিকাসহ আরো দুইজনকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এখানে চারজনকে ভর্তি রাখা হল। আজ বৃহস্পতিবার এই চারজনের নমুনরা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে।খুমেক হাসপাতালের পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা সন্দেহে ব‌টিয়াঘাটা থেকে আসা এক স্কুল শি‌ক্ষিকাকে এখানে রাত দেড়টার দিকে ভর্তি করা হয়। এ সময় তার সাথে থাকা বান্ধবীকেও এখানে পর্যবেক্ষণ করার জন্য ভর্তি রাখা হয়েছে। এ নিয়ে এখানে চারজন ভর্তি আছে। আগের দুজনের অবস্থার উন্নতি হচ্ছে। তারপরও এ চারজনের নমুনা ঢাকায় পাঠানোর চেষ্টা করা হচ্ছে।এর আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে করোনা সন্দেহে এক পুলিশ সদস্য ও তার বাবাকে ভর্তি করা হয়। ভর্তি পুলিশ সদস্য খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ লাইনের কনস্টেবল। তাকে এখানে আনার পর তার সেবায় নিয়োজিত থাকায় বাবাকেও ভর্তি রাখা হয়েছে। তারা মাগুরা জেলার কাপাশাটি গ্রামের বাসিন্দা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও