করোনায় হাঙ্গেরিতে ব্রিটিশ কূটনীতিকের মৃত্যু

এনটিভি প্রকাশিত: ২৬ মার্চ ২০২০, ১০:৩৫

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ব্রিটিশ কূটনীতিক স্টিভেন ডিক। তিনি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ব্রিটিশ দূতাবাসের উপরাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে গতকাল বুধবার জানায়, করোনায় আক্রান্ত ৩৭ বছর বয়সী ডিক গত মঙ্গলবার মারা যান। ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডমিনিক রাব বলেন, ‘স্টিভেন ছিলেন এক নিবেদিতপ্রাণ কূটনীতিক। দারুণ দক্ষতা ও আবেগ নিয়ে নিজ দেশকে প্রতিনিধিত্ব করে গেছেন তিনি। তাঁর পরিচিতজন ও সহকর্মী সবাই তাঁকে মনে রাখবে।’ স্টিভেন ডিক সম্প্রতি মেক্সিকোতে ছুটি কাটিয়ে বুদাপেস্টে ফেরেন। গত সপ্তাহে এক হোয়াটসঅ্যাপ বার্তায় ডিক জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও