করোনায় গৃহবন্দি ২০০ কোটি মানুষ
করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়ায় গৃহবন্দি হয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ অঞ্চলের মানুষ। করোনা রুখতে ঘরে বন্দি থাকাই একমাত্র সমাধান হিসেবে দেখা হচ্ছে। এমন অবস্থায় বিশ্বে ২০০ কোটিরও বেশি মানুষ গৃহবন্দি হয়ে রয়েছেন। বৃহস্পতিবার থেকে লকডাউন রয়েছে গোটা ভারত। এক ভারতেই ঘরে বন্দি রয়েছেন প্রায় ১৩০ কোটির মানুষ। এছাড়া এশিয়া-ইউরোপ ও আমেরিকার বহু দেশ ও শহরের মানুষ গৃহবন্দি। এমন অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে গৃহবন্দি প্রায় ২০০ কোটিরও বেশি মানুষ। লকডাউন পরিস্থিতিতে বিশ্বের অধিকাংশ দেশ। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে নিহত হয়েছেন ২৩৭৮ জন। এর মধ্যে ইতালিতেই মৃত্যু হয়েছে ৭৪৩ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৭৬৯ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৯২ জনে। অপরদিকে ১ হাজার ৮ হাজার ৮৭৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।