সম্ভাষণের আদবকেতা
প্রথম আলো
প্রকাশিত: ২৫ মার্চ ২০২০, ১১:২৩
করোনার আবির্ভাব বা প্রাদুর্ভাব যা-ই আমরা বলি না কেন, এর চিকিৎসার উপায় যেহেতু বের হয়নি, তাই একে প্রতিরোধের নানা উপায় বাতলে দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তাঁরা বলছেন, সম্ভাষণ করতে হলে পরস্পর ছোঁয়াছুঁয়ি নয়। করমর্দন করা যাবে না, আলিঙ্গনও বারণ আর চুম্বনও নিষেধ। দূর থেকে সামাজিক সম্পর্ক রাখতে হবে। দেহভঙ্গি নিয়ে বিশেষজ্ঞ যাঁরা তাঁরা বলছেন, পরস্পর সম্ভাষণে মানুষের মধ্যে সমমর্মিতা বাড়ে...