প্রিমিয়ার ফুটবল লিগ বন্ধ অনির্দিষ্ট কালের জন্য

প্রথম আলো প্রকাশিত: ২৪ মার্চ ২০২০, ১৮:০৮

করোনাভাইরাসের কারণে দেশের সব ঘরোয়া খেলা স্থগিত করা হয়েছিল ৩১ মার্চ পর্যন্ত। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় এবার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হলো প্রিমিয়ার ফুটবল লিগ। মতিঝিলের বাফুফে বনে আজ বিকেলে পেশাদার ফুটবল লিগ কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাভাইরাসের কারণে অবশ্য প্রথমে সাতটি ভেন্যুর খেলা শুধু ঢাকায় চালানোর সিদ্ধান্ত নিয়েছিল লিগ কমিটি। কিন্তু সরকার ঘরোয়া খেলাধুলা বন্ধের সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে প্রিমিয়ার ফুটবলও স্থগিত করে দেয় বাফুফে। আজকের সভায় যোগ দেওয়া বিভিন্ন ক্লাব প্রতিনিধিরাও লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিতকে স্বাগত জানিয়েছে। ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান বললেন, ‘বাস্তবতার নিরিখেই এই সিদ্ধান্ত সবাই মেনে নিয়েছি। এই মুহূর্তে আমাদের করার কিছু নেই। তবে বিদেশি ফুটবলার ও কোচদের এখনই ফেরত পাঠাতে পারব না। বিভিন্ন দেশের সঙ্গে আমাদের বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। বিমানের ফ্লাইট চালু হলেই তাদের পাঠিয়ে দেব যার যার দেশে। আর পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও তাদের ফিরিয়ে আনা হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও