কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তিন অধিনায়ককে ডমিঙ্গোর ফোন

সমকাল প্রকাশিত: ২৪ মার্চ ২০২০, ১২:১৫

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ করেই দেশে ফিরে গেছেন কোচ রাসেল ডমিঙ্গো। সংক্ষিপ্ত ছুটি কাটিয়েই ঢাকায় ফেরার কথা ছিল তার। সেই ডমিঙ্গোই এখন দক্ষিণ আফ্রিকায় ঘরবন্দি। ছোঁয়াচে করোনাভাইরাসের ভয়াল থাবা থেকে বাঁচতে পরিবার নিয়ে নিজের বাড়িতেই আছেন। সাত সমুদ্র তেরো নদীর ওপারে দক্ষিণ আফ্রিকায় থাকলেও ডমিঙ্গোর মন পড়ে আছে বাংলাদেশে। পেশাদার কোচদের যেমন মানসিকতা থাকে আর কী। তাই তো সুদূর দক্ষিণ আফ্রিকা থেকেও ঢাকায় ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রেখেছেন তিনি। টাইগার প্রধান কোচ সোমবার ফোনে সমকালকে জানান, তিন সংস্করের তিন অধিনায়কের সঙ্গে রোববার কথা হয়েছে তার। মাহমুদুল্লাহ, তামিম, মুমিনুলের কাছ থেকে ক্রিকেটারদের খোঁজখবর নিয়েছেন তিনি। যোগাযোগ রেখেছেন জাতীয় দলের দেশি-বিদেশি কোচদের সঙ্গে।করোনাভাইরাসের ভয়াল থাবা বিশ্বের প্রায় সব দেশেই পড়েছে। বাংলাদেশের মতো দক্ষিণ আফ্রিকাতেও এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। দিন দিন মৃত্যুর মিছিল বড় হচ্ছে। বৈশ্বিক এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের খেলোয়াড়দের সাহস রাখার পরামর্শ দেন ডমিঙ্গো, 'এটা কোনো এক দেশের সমস্যা নয়। পুরো বিশ্ব আতঙ্কিত। ভালো সময়ের জন্য অপেক্ষা করা ছাড়া কারোই কিছু করার নেই। সর্বত্র খেলাধুলা বন্ধ হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকায় কোথাও কোনো খেলা নেই। আমি ছেলেদের বলব, তোমরা ধৈর্য ধরে কয়েকটা দিন বাসায় অবস্থান করো। বুঝতে পারছি সবার কষ্ট হচ্ছে। এ ছাড়া কিছু করারও নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও