
করোনার চিকিৎসা দিতে গিয়ে ফিলিপাইনে ৩ চিকিৎসকের মৃত্যু
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ২৩ মার্চ ২০২০, ১৪:০৫
বিশ্বব্যাপী এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। বর্তমানে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৯২টি দেশ ও অঞ্চলে। প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ। শত শত বাড়ছে মৃতের সংখ্যা। চীনের উহান থেকে উৎপত্তি এই ভাইরাস ছড়িয়ে পড়েছে ফিলিপাইনেও। সেখানে অপর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার মধ্যেও ফিলিপাইনি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা করোনা মোকাবিলা করে যাচ্ছেন। কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তারাও। ইতোমধ্যে দেশটিতে মারা গেছেন তিন চিকিৎসক।