ট্রাইব‌্যুনা‌লে ফাহাদ হত‌্যা মামলার কার্যক্রম শুরু

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২২ মার্চ ২০২০, ২০:৫৮

দ্রুতবিচার ট্রাইব‌্যুনালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আনুষ্ঠ‌া‌নিক কার্যক্রম শুরু হয়ে‌ছে।  রোববার (২২ মার্চ) এক নম্বর দ্রুতবিচার ট্রাইব‌্যুনা‌লে মামলার ন‌থি পৌঁছা‌লে বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান অভি‌যোগ গঠ‌নের জন‌্য ৬ এপ্রিল দিন ধার্য ক‌রেন। ওই আদাল‌তে রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী আবু আব্দুল্লাহ ভূঞা এ তথ‌্য জানান।  দ্রুতবিচা‌র ট্রাইব‌্যুনা‌লে স্থানান্ত‌রের বিষ‌য়ে সরকা‌রি গে‌জে‌টের পর গত ১৮ মার্চ ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কা‌য়েশ মামলা‌টি প্রথম দ্রুতবিচার ট্রাইব‌্যুনা‌লে স্থানান্ত‌রের আদেশ দেন।  গত ১৭ ফেব্রুয়া‌রি মামলা‌টি দ্রুতবিচার ট্রাইব‌্যুনা‌লে স্থানান্ত‌রে ফাহাদের বাবা বরকতউল্লাহ সরকা‌রি দফতরে চি‌ঠি দেন। প‌রে গত ১৫ ম‌ার্চ মামলা‌টি দ্রুতবিচার ট্রাইব‌্যুনাল-১ এ স্থানান্ত‌রের আদেশ দি‌য়ে গে‌জেট প্রকাশ ক‌রে আইন মন্ত্রণালয়। গত বছর ১৩ ন‌ভেম্বর মামলায় ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল ক‌রেন গো‌য়েন্দা পু‌লিশের (ডি‌বি) লালবাগ জোনাল টি‌মের প‌রিদর্শক মো. ওয়া‌হিদুজ্জামান। প‌রে ১৮ নভেম্বর অভিযোগপত্র গ্রহণ করে পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। প‌রোয়ানা অনুযায়ী গ্রেফতার কর‌তে না পারায় গত ৩ ডি‌সেম্বর তা‌দের সম্পদ ক্রো‌কের নি‌র্দেশ দেওয়া হয়। ৫ জানুয়া‌রির ম‌ধ্যে ক্রোকী প‌রোয়ানা তা‌মি‌লের নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছিল। এরপর গত ৫ জানুয়া‌রি পলাতক আসা‌মি‌দের হা‌জি‌রে বিজ্ঞ‌প্তি প্রকাশের আদেশ দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও