![](https://media.priyo.com/img/500x/https://bonikbarta.net/uploads/news_image/news_224553_1.jpg)
কভিড-১৯ প্রতিরোধ ও চিকিৎসায় ১৭ উপকরণ আমদানি শুল্কমুক্ত
বণিক বার্তা
প্রকাশিত: ২২ মার্চ ২০২০, ২১:০১
নভেল করোনাভাইরাস সংক্রমণ বিস্তার ঠেকানো কিংবা কভিড-১৯ এর চিকিৎসায় ব্যবহার হয় এমন ১৭টি উপকরণ আমদানি শুল্কমুক্ত ঘোষণা করেছে সরকার। এসব পণ্য আমদানিতে আগামী ৩০ জুন পর্যন্ত শুল্ক অব্যাহতি দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুল্কমুক্ত পণ্যগুলো হলো- আইসোপ্রোপাইল অ্যালকোহল, কভিড-১৯ টেস্ট কিট, কোভিড-১৯ ডায়াগনস্টিক টেস্ট ইন্সট্রুমেন্ট, সার্জিক্যাল মাস্ক, পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট), জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজারের কাঁচামাল, করোনাভাইরাস পরীক্ষার কিট ও রিএজেন্ট। সব মিলিয়ে পণ্যসংখ্যা ১৭। সুরক্ষাসামগ্রী যারা আমদানি করবে তাদের আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর এবং অগ্রিম করের কোনটাই দিতে হবে না।