কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনাভাইরাস : সার্ক তহবিলে ১৫ লাখ ডলার দেবে বাংলাদেশ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২২ মার্চ ২০২০, ১৮:১৬

করোনাভাইরাস মোকাবিলায় ভারতের নেয়া উদ্যোগ সার্ক তহবিলে বাংলাদেশ ১৫ লাখ বা দেড় মিলিয়ন মার্কিন ডলার দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। রোববার (২২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার নেতারা এই তহবিল গঠনের বিষয়ে একমত হওয়ার পর থেকে পুরো কার্যক্রম দ্রুতগতিতে চলছে। বাংলাদেশ এই ফান্ডে ১৫ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে। উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলো ইতোমধ্যেই একমত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে সার্ক দেশগুলোর শীর্ষনেতারা অংশও নেন। প্রথম দিনেই সার্ক ফান্ডে ১০ মিলিয়ন মার্কিন ডলার দেয়ার ঘোষণা দেন মোদি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ ও ভারত ছাড়া এই ফান্ডে নেপাল ও আফগানিস্তান এক মিলিয়ন মার্কিন ডলার দিতে রাজি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও