You have reached your daily news limit

Please log in to continue


করোনা: রেলের অগ্রিম টিকিট ১০ দিন নয়, পাঁচদিন আগে

করোনাভাইরাস পরিস্থিতির কারণে ট্রেন চলাচলে কিছুটা সতর্কতা অবলম্বনের পথে যাচ্ছে কর্তৃপক্ষ। এত দিন আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট ১০ দিন আগে থেকে বিক্রি করা হতো। আগামীকাল সোমবার থেকে তা পাঁচ দিনে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র বলছে, কোনো কারণে ট্রেন চলাচল বন্ধ করার পরিস্থিতি হলে কিংবা ট্রেনের চলাচল কমিয়ে ফেলার প্রয়োজন হলে অগ্রিম টিকিটের টাকা ফেরত দিতে হবে। ১০ দিন আগে অগ্রিম টিকিট বিক্রি হলে তা কিছুটা ঝক্কির হবে। তাই অগ্রিম টিকিট বিক্রির সময়সীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ দুপুরের আগে রেলমন্ত্রী নুরুল ইসলাম ওরফে সুজন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন, রেলের মহাপরিচালক মো. শাসুজ্জামানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা করোনাভাইরাস পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠক করেন। সেখানে রেলের আয় কমে যাওয়ার তথ্য উঠে আসে। এ পরিস্থিতিতে কিছু মেইল ও লোকাল ট্রেনের চলাচল কমিয়ে দেওয়া যায় কি না, সে বিষয়ে আলোচনা হয়। তবে ট্রেন বন্ধ করার মতো সিদ্ধান্ত সরকারের শীর্ষ পর্যায় থেকে না এলে সম্ভব নয় বলে এর জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত হয়। জানতে চাইলে রেলের মহাপরিচালক শাসুজ্জামান প্রথম আলোকে বলেন, অগ্রিম টিকিট ১০ দিনের পরিবর্তে পাঁচ দিন আগে থেকে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। আজ টিকিট উন্মুক্ত হয়ে গেছে। তাই কাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। রেলের পরিচালন বিভাগের সূত্র বলছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর ট্রেনের যাত্রী বিপুলভাবে বেড়ে যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন