![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2019December/Habiganj-pic-tea-2003210858.jpg)
হবিগঞ্জে ৭৪৪ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২১ মার্চ ২০২০, ১৪:৫৮
হবিগঞ্জের চুনারুঘাট গুইবিল সীমান্তে অভিযান চালিয়ে ৭৪৪ কেজি নিম্নমানের ভারতীয় চা-পাতা উদ্ধার করেছে বিজিবি।শনিবার সকালে সীমান্তের ১৯৭১ পিলার এলাকা থেকে ওই চা-পাতা উদ্ধার করা হয়।