You have reached your daily news limit

Please log in to continue


হঠাৎ বিয়ে, তারপর লঞ্চে ভাসলেন পরীমণি

টানা সাত দিন ধরে লঞ্চে চলছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং। ১২০ জনের ইউনিট নিয়ে সদরঘাট থেকে রওনা হওয়া লঞ্চটি এখন মোংলার বিভিন্ন অঞ্চলে ভেসে বেড়াচ্ছে।  গতকাল শুটিংয়ের একটি ছবি ফেসবুকে প্রকাশ করেন পরীমণি। সঙ্গে ছবির দুই নায়কের একজন তানভীর। বেশ খোশমেজাজেই আছেন পরী। থাকবেন নাই বা কেন! ৯ মার্চ হঠাৎ সিদ্ধান্তে বিয়ে করেছেন। স্বামী কামরুজ্জামান রনিও যে আছেন ইউনিটে! হানিমুনের আমেজে শুটিংটাও চলছে জম্পেশ।  গত ১০ মার্চ রাতে রাজারবাগ কাজি অফিসে বিয়ে করেন তারা। এরপর শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন পরী।  বিয়ে প্রসঙ্গে বলেন,  হঠাৎ করেই করেই বিয়ে করে ফেললাম। আমি এখন অপারেশন সুন্দরবন সিনেমার শুটিং করছি। কয়েকদিন পরেই ঢাকায় ফিরব। আমার সঙ্গে এখানে এসেছিল রনি। আজ ঢাকায় ফিরে যাচ্ছে সে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন