করোনাভাইরাস : বাংলাদেশের মানুষের প্রতি ফুটবল কোচের বার্তা
করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারিতে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে প্রতিনিয়তই বাড়ছে এই ভাইরাসের আক্রান্তের সংখ্যা। এ অবস্থায় অনেকেই সহযোগিতায় এগিয়ে যাচ্ছেন। এবার সে তালিকায় নাম লেখালেন বাংলাদেশের জাতীয় ফুটবলের দলের কোচ জেমি ডে। সহকারী কোচ এবং টেকনিক্যাল ডিরেক্টর স্টুয়ার্ট ওয়াটকিসসহ করোনা নিয়ে বাংলাদেশের মানুষের প্রতি বার্তা পাঠিয়েছেন জেমি ডে। ‘প্রিয় বাংলাদেশের মানুষ, স্টুয়ার্ট (ওয়াটকিস) ও আমি (জেমি ডে) এই দুঃসময়ে আমাদের সমর্থকদের জন্য কিছু বলার প্রয়োজন অনুভব করছি। সামনের মাসগুলো হতে যাচ্ছে কঠিন পরীক্ষার সময়। জাতি হিসেবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এ সময়টা কাটাতে হবে আমাদের। দয়া করে পরিষ্কার-পরিচ্ছন্নতার নির্দেশনা মেনে সুস্থ ও নিরাপদ থাকুন। করোনাভাইরাসের বিস্তার রোধে বিচক্ষণ পদক্ষেপ নিন এবং যারা ঝুঁকিতে আছে, তাদের রক্ষায় সাহায্য করুন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.