![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/thumb/msid-74736920,width-1200,height-630,resizemode-4/year-ender-poll.jpg)
ভয়ংকর 'ভারত', এয়ারপোর্টে থার্মাল স্ক্যানার পরীক্ষা পাশ করতে প্যারাসিটামল খেয়ে নামছেন অনেকে!
এইসময় (ভারত)
প্রকাশিত: ২০ মার্চ ২০২০, ২২:১৮
nation: তাতে বিমানবন্দরের থার্মাল স্ক্যানার ওই যাত্রীদের শরীরের আসল তাপমাত্র বোঝা যায়নি। অথচ আদতে তাঁদের অনেকেরই তাপমাত্রা বেশি। সেইসমস্ত যাত্রীদের হোম আইসোলেশনে থাকতে বলার পাশাপাশি শারীরিক অবস্থার অবনতি হলে অবিলম্বে জানাতে বলা হয়েছে।