![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/thumb/msid-74726532,width-1200,height-630,resizemode-4/year-ender-poll.jpg)
বিদেশ-ফেরত করোনা আক্রান্ত ছেলেকে লুকিয়ে রাখায় সাসপেন্ড রেল অফিসার
এইসময় (ভারত)
প্রকাশিত: ২০ মার্চ ২০২০, ১৩:১৯
nation: বর্তমানে ওই যুবক হাসপাতালেরক আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন। কর্নাটকে এখনও পর্যন্ত ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত। মৃত্যু হয়েছে একজন কোভিড-১৯ রোগীর। সরকারি হাসপাতালের আইসোলেশনে রয়েছেন আরও অন্তত ১০০ জন।