কার স্বার্থে চসিক নির্বাচন স্থগিত করছে না ইসি, প্রশ্ন আমির খসরুর
দেশে চলমান করোনাভাইরাসের সংকটের মধ্যে কার স্বার্থে নির্বাচন কমিশন এখনো চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন স্থগিত করছে না। জনগণের জীবন বড় নাকি সাংবিধানিক বাধ্যবাধকতা বড় বলে প্রশ্ন রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর মেহেদীবাগস্থ নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।আমির খসরু মাহমুদ বলেন, জনগণকে এতো বড় একটা ঝুঁকির মধ্যে রেখে নির্বাচন করা উচিত হচ্ছে না। কোটি কোটি মানুষের জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচনের অর্থ কী। তাই নির্বাচন বন্ধ করে জনগণকে নিরাপদ অবস্থানে ফিরে যাওয়ার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।সাংবিধানিক বাধ্যবাতকার চেয়ে জনগণের জীবন বড় জানিয়ে তিনি বলেন, নির্বাচন আগে বন্ধ করে তারপর পাবলিক সবকিছু বন্ধ করেন। কিন্তু জনসমাগমের মূল প্লাটফর্ম হচ্ছে নির্বাচন। সেখানে তারা আগে এটি বন্ধ করছে না।