![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2017/11/22/9186f191b7555615dc506380bfddfc93-5a14f859a92e8.jpg?jadewits_media_id=1074591)
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীর বনানী এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম মনির হোসেন (২২)। তিনি নীলফামারীর জলডাঙা উপজেলার শিমুল বাড়ির আমিনুর রহমানের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বনানীর সেতু ভবনের সামনে এই ঘটনা ঘটে। বনানী থানা-পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।