প্রবাসী অধ্যুষিত এলাকা বেশি আক্রান্ত, লকডাউনের বিকল্প নেই : স্বাস্থ্যমন্ত্রী
এনটিভি
প্রকাশিত: ১৯ মার্চ ২০২০, ১৭:০০
দেশের যেসব এলাকার মানুষ বিদেশে বেশি থাকেন এবং সেখান থেকে সম্প্রতি দেশে বেড়াতে এসেছেন সেইসব এলাকায় করোনাভাইরাস আক্রান্তের প্রবণতা বেশি বলে প্রাথমিকভাবে পাওয়া পরিসংখ্যানের বরাত দিয়ে জানিয়েছেন স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক। মাদারীপুর, শরীয়তপুর, শিবচর এমন কয়েকটি জায়গার নাম উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এসব এলাকা চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। যে ১৭ জন আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে এসব এলাকার লোক বেশি। মাদারীপুরের অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে দেখছি। কারণ, এলাকার অনেক মানুষ বিদেশে থাকেন।’ করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীন লকডাউনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে উল্লেখ করে আজ