নিউইয়র্কের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি ভাইরাসমুক্ত
নিউইয়র্কে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি ভাইরাসমুক্ত হয়েছেন। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে প্রথম রোগীর রোগমুক্তির খবর দেন নিউইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্র কুওমো। তিনি বলেন, নিউইয়র্কের প্রথম করোনভাইরাসে আক্রান্ত নারী বাড়িতে থেকে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে ভাইরাসমুক্ত হয়েছেন। এটা আমাদের জন্য অনেক আশার খবর। কুওমো ওই নারীর প্রশংসা করে বলেন, তিনি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে জানতেন কীভাবে নিজেকে সবার চেয়ে পৃথক করে রাখতে হয়। এ জন্য তিনি নিজে সচেতনভাবে কোনো গণপরিবহন ব্যবহার না করে নিজের গাড়িতে করে বাড়ি ফিরেছেন। নিজের বাড়িতে তিনি নিজেকে সঙ্গরোধ করে রেখেছেন। ৩৯ বছর বয়সী ওই নারী ফেব্রুয়ারিতে ইরান থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বামীকে নিয়ে ফিরে এসেছিলেন ম্যানহাটনে। তিনি কোনো হাসপাতালে ভর্তি না হয়ে জনবিচ্ছিন্ন থেকে নিজের বাড়িতে অবস্থান করে সুস্থ হয়েছেন। এদিকে ট্রাম্প প্রশাসনের হাঁকডাকের মধ্যেই যুক্তরাষ্ট্রে প্রতিদিন বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ৮১৪ জন, আর মারা গেছেন ৪১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২২৫ জন এবং মৃত্যু হয়েছে অন্তত ১৫০ জনের। আক্রান্তদের মধ্যে মাত্র ১০৬ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। করোনা মোকাবিলায় প্রায় দুই মাসের জন্য সব ধরনের জনসমাগম বা অনুষ্ঠান বাতিলের পরমর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। ইতোমধ্যে বেশ কিছু রাজ্য ক্যাফে, বার ও রেস্তোরাঁয় জনসমাগত সীমিত করা হয়েছে। এছাড়া অন্তত ৩২টি রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.