![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F03%2F18%2Fuk-pic.jpg%3Fitok%3DTgLRxpXT)
ব্রিটিশ সরকারের ‘করোনা উপদেষ্টা’ করোনায় আক্রান্ত
এনটিভি
প্রকাশিত: ১৮ মার্চ ২০২০, ২২:৪৫
ব্রিটিশ সরকারের ‘করোনাভাইরাস বিষয়ক উপদেষ্টা’ নেইল ফার্গুসন এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক টুইট বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন, খবর দ্য গার্ডিয়ান। এক পোস্টে বুধবার ফার্গুসন জানান, গতকাল থেকে তাঁর শুকনো কাশি হচ্ছে। শারীরিক অবস্থা ভালো হলেও নিজ থেকেই তিনি আইসোলেশনে গেছেন। তবে আজকে থেকে প্রবল জ্বরে ভুগছেন তিনি। ফার্গুসন বলেন, ‘গত কয়েক সপ্তাহে অনেক বৈঠকে অংশ নিয়েছি আমি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা আমার অনেক সহযোগী সরকারি সেসব বৈঠকে ছিলেন। তাদের মধ্যেও এমন উপসর্গ দেখা দিয়েছে।’ তবে সর্বশেষ ১২ ঘণ্টায় তাঁর মধ্যে কোনো ধরনের উপসর্গ দেখা যায়নি। ফলে সহযোগীদের থেকে ভাইরাস সংক্রমণ হয়েছে,