কোয়ারান্টিন না মানায় পরিস্থিতি খারাপের দিকে
বাংলাদেশে করোনায় প্রথম মৃত্যু ব্যক্তিও আক্রান্ত হয়েছেন বিদেশফেরত কারো কাছ থেকেই৷ করোনা ভাইরাস সংক্রমণে মৃত এই ব্যক্তি একজন পুরুষ বলে জানিয়েছেন আইইডিসিআর-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর। বাংলাদেশের রোগতত্ত্ব ইনস্টিটিউট- আইইডিসিআর জানিয়েছে বাংলাদেশে আরো চারজন করোনায় আক্রান্ত হয়েছেন৷ এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে৷ নতুন আক্রান্তের মধ্যে একজন নারী ও তিন জন পুরুষ। আক্রান্তদের একজন আগে যারা আক্রান্ত ছিলেন তাদের পরিবারের সদস্য৷ বাকি তিন জনের দুজন ইটালি ও একজন কুয়েত থেকে এসেছেন৷ সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে প্রায় এক লাখ যাত্রী বিদেশ থেকে এসেছেন৷ ইটালি থেকে এসেছেন পাঁচশরও বেশি৷ তাদের মধ্যে সারাদেশে সেল্ফ কোয়ারান্টিনে রয়েছেন মাত্র দুই হাজার ৩১৪ জন৷ হোম কোয়ারান্টিনের নানা তথ্য জানতে দেখুন নীচের ভিডিওটি মানা হচ্ছে না কোয়ারান্টিন বিদেশ থেকে আসা যাত্রীদের কেউ কেউ কোয়ারান্টিন এড়ানোর জন্য পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে৷ অন্তত তিন জনকে জরিমানা করা হয়েছে।