সাবেক প্রেমিকার সামনে থেকে ধরে নিয়ে কলেজছাত্রকে হত্যা
যশোরের মণিরামপুরে এইচএসসি পরীক্ষার্থী ইকলাস হাসান হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। হত্যাকাণ্ডের সময় ধারণ হওয়া ভিডিও, নিহতের স্বজনসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে খুনের রহস্য খুঁজে বের করেছে পুলিশ। সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়া প্রেমিকার সঙ্গে চলাফেরা মেনে নিতে না পেরে মৃদুল নামে অপর এক এইচএসসি পরীক্ষার্থী ইকলাসকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত ইকলাস, হত্যাকারী মৃদুল ও তাদের প্রেমিকা আসন্ন এইচএসসি পরীক্ষার্থী। ইকলাস যশোরের মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ এবং মৃদুল ও সেই ছাত্রী পলাশী কলেজের শিক্ষার্থী। এ ঘটনায় ইকলাসের নানা আইয়ার আলী বাদী হয়ে মঙ্গলবার দুপুরে মণিরামপুর থানায় মৃদুলসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে মামলা করেছেন। মৃদুল মণিরামপুরের এড়েন্দা গ্রামের আলা-উদ্দিনের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে তিনি ইকলাসকে হত্যা করে মরদেহ উপজেলার পলাশী মোড় জামে মসজিদের পাশে ফেলে পালিয়ে যান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.