একাত্তরে আন্তর্জাতিক গণমাধ্যমে বঙ্গবন্ধু

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৭ মার্চ ২০২০, ১৮:২১

স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি হল একাত্তরের মহান মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমেই অর্জিত হয় বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন এ স্বাধীনতা। ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতার গৌরবময় অধ্যায়টি রচনা করতে জাতিকে প্রত্যয়ী করেছিলেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
পাকিস্তানি বাহিনীর শাসন-শোষণ, নির্যাতন-নিপীড়ন, হত্যা-লুণ্ঠন সীমা ছাড়িয়ে গেলেও স্বাধীনতার লক্ষ্যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি। এ যুদ্ধে প্রস্তুতি গ্রহণে দেশের মানুষকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে এক বাঙালি নেতার বজ্রকন্ঠ। বাঙালি জাতির মনে জাতীয়তাবোধের উন্মেষ ও রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নকে জাগ্রত করেন মহান নেতা শেখ মুজিবুর রহমান।

ছয় দফা ও অসহযোগ আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতিকে চূড়ান্ত সংগ্রামের দিকে ধাবমান করেন তিনি। ১৯৭১ সালের ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করে বাঙালি জাতি। ২৬ মার্চ থেকে শুরু হওয়া সে যুদ্ধে ১৬ ডিসেম্বর সাফল্য পায় বাঙালিরা। বিশ্ব মানচিত্রে নাম ওঠে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। জন্ম নেয় বাংলাদেশ নামক দেশটি।

মুক্তিযুদ্ধ সংক্রান্ত বুদ্ধিদীপ্ত ও সময়োপযোগী সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিকা পালন করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও। সেসব গণমাধ্যমে লেখাগুলো বিভিন্নভাবে সাহস যুগিয়েছে মুক্তিযোদ্ধাদের। মুক্তিযুদ্ধের পক্ষে জোরদার হয়েছে বিশ্ব জনমত, সুগম হয়েছে বিজয় অর্জনের পথ।

বিশ্ব ইতিহাসের অন্যতম মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু। শেখ মুজিব হয়ে উঠেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা। স্বাধীনতা সংগ্রামের সময় বাঙালির মহানায়ক বঙ্গবন্ধুকে নিয়েও সোচ্চার ছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

বিশ্বব্যাপী বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাকে মুহূর্তেই ছড়িয়ে দেয় নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান, দ্য টাইমস, দ্য ডেইলি টেলিগ্রাফ, দ্য স্টেটস ম্যান, ফিনান্সিয়াল টাইমস, বিবিসি, টাইম ম্যাগাজিনসহ বিভিন্ন বিদেশি গণমাধ্যমগুলো।

আন্তর্জাতিক গণমাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে প্রতিবেদন:
১৯৭১ সালের ২৭ মার্চ ব্রিটিশভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে ইউডিআই (পূর্ব পাকিস্তানের একতরফা স্বাধীনতার ঘোষণাপত্র) নামক শিরোনামে লেখা হয়: গত রাতে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভের খবর পাওয়া গেছে। সেখানে সরকারি সেনাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

একইদিনে ব্রিটিশ আরেকটি সংবাদমাধ্যম দ্য টাইমসে 'শেখ মুজিব পূর্ব পাকিস্তানকে স্বাধীন ঘোষণা করায় তীব্র বিক্ষোভ' শিরোনামে লেখে: প্রাদেশিক নেতা শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানকে স্বাধীন প্রজাতন্ত্র রাষ্ট্র ঘোষণা করার পর গত রাতে ওই অঞ্চলটিতে গৃহযুদ্ধ শুরু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও