হজক্যাম্প থেকে পালানো ইতালিফেরত যুবক পরিবারসহ অবরুদ্ধ
বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় করোনাভাইরাস সন্দেহে ইতালি ফেরত সেই যুবকসহ পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে এলাকাবাসী। যুবক মাসুদ (৩০) উত্তর চেলোপাড়ার বাসিন্দা। ওই এলাকার কাউন্সিলর পরিমল কুমার জানান, ইতালি থেকে মাসুদ দেশে ফেরার পর তাঁকে রাজধানীর আশকোনার হজক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে সেখান থেকে তিনি পালিয়ে আসেন। খবরটি পেয়ে আজ এলাকার লোকজন সকালে তাঁর বাড়ির সামনে ভিড় জমায় এবং এলাকা ছাড়তে বলে। পরিমল বলেন, ‘বাইরে থেকে মাসুদ ও তার পরিবারের সাথে কথা বলেছি। তাদের জানিয়েছি আপনারা কেউ ১৪ দিন ঘর থেকে বের হবেন না এবং এলাকাবাসীকে এ বিষয়ে নীরব থাকতে বলেছি। ওই পরিবারের কিছু প্রয়োজন হলে ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।’ মাসুদের বাবা হাসেম আলী বলেন, ‘আমার ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। আমাদের অবরুদ্ধ করে নির্যাতন করা হচ্ছে। বিষয়টি সিভিল সার্জন অফিসে জানিয়েছি।’ বগুড়ার সিভিল সার্জন ডা. গউসুল আযম বলেন, ‘উত্তর চেলোপাড়ায় আমাদের মেডিকেল টিম পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.