You have reached your daily news limit

Please log in to continue


করোনা: চীনে হু হু করে বাড়ছে ডিভোর্স

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে চীনে হু হু করে বাড়ছে ডিভোর্সের সংখ্যা। একটানা বেশি সময় একসঙ্গে আইসোলশনে থাকার কারণে এই বিচ্ছেদের ঘটনা ঘটছে। চীনা গণমাধ্যমের বরাতে দ্য স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, ফেব্রুয়ারির ২৪ তারিখ থেকে এ পর্যন্ত ৩০০ মানুষের ডিভোর্স রেকর্ড করা হয়েছে চীনে। তরুণ প্রজন্মের মধ্যে এ তালাকের হার সবচেয়ে বেশি। শিনচুয়ান প্রদেশের বিবাহ রেজিস্ট্রি পরিচালকের দেয়া তথ্য মতে, গেলো কয়েকদিনের ব্যবধানে চীনে অস্বাভাবিক হারে বেড়েছে ডিভোর্সের সংখ্যা। করোনা আতঙ্কে সারাদিন বাড়িতে থাকছে মানুষ। এতে করে সামান্য তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে। যা শেষ পর্যন্ত রুপ নিচ্ছে ডিভোর্সে। প্রসঙ্গত নভেল করোনাভাইরাসের আঁতুড়ঘর চীন। গেল ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহানে উৎপত্তি হয়ে আজ এ ভাইরাস বিশ্বকে স্থবির করে দিয়েছে। শুধু চীনেরই করোনা রোগীর সংখ্যা লাখ ছাড়িয়েছে অনেক আগেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন